Ajker Patrika

গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০-১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে চুকনগর গরুহাটা ও ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় গরুর হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাব ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেনের পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১০-১২ জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডুমুরিয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুকনগর বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত