Ajker Patrika

গ্রামবাংলার গাদন খেলায় দর্শকদের উপচে পড়া ভিড়

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
হারিয়ে যাওয়া গাদন খেলার মাঠে দর্শকের উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকা
হারিয়ে যাওয়া গাদন খেলার মাঠে দর্শকের উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকা

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে একটি ‘গাদন’। একসময় এই খেলাকে ঘিরে গ্রামীণ মানুষের মধ্যে তৈরি হতো নাড়ির টান ও প্রাণের আনন্দ। আধুনিকতার ছোঁয়ায় সেই সব খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। তবে এখনো অনেক গ্রামেই ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় উদ্যোগে মাঝে মাঝে এমন আয়োজন দেখা যায়। তেমনি এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেল মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামে।

দীর্ঘদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে ওই গ্রামে আয়োজন করা হয় গাদন খেলার। খেলা দেখতে ভিড় করেন আশপাশের শত শত মানুষ। শুধু পুরুষ নয়, নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, আগে গ্রামবাংলায় হা-ডু-ডু, গাদন, গোল্লাছুট, কুতকুত, হাঁড়িভাঙা, দড়ি লাফানো, দড়ি টানাটানি, কানামাছি ভোঁ ভোঁ, লাঠিখেলা, চোর-ডাকাত, মার্বেলসহ নানা খেলার প্রচলন ছিল। আজকের প্রজন্ম এসব খেলার নামই শুধু শুনবে, খেলবে না। আধুনিক খেলাধুলা আর প্রযুক্তি আসক্তির ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামীণ শিকড়। তাই গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে এসব খেলার চর্চা খুব জরুরি।

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে গাংনীতে গাদন খেলার আয়োজন। ছবি: আজকের পত্রিকা
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে গাংনীতে গাদন খেলার আয়োজন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দা আশেদুল ইসলাম বলেন, এখনকার উঠতি বয়সী ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তারা এসব খেলার কথা ভুলেই যাচ্ছে।

দর্শক ইসমাইল হোসেন বলেন, ‘এই খেলাটা যেন প্রতিবছর হয়, আমরা খুব উপভোগ করি। পুরো গ্রাম একসাথে হয় এ উপলক্ষে।’

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে গাংনীতে গাদন খেলার আয়োজন। ছবি: আজকের পত্রিকা
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে গাংনীতে গাদন খেলার আয়োজন। ছবি: আজকের পত্রিকা

আরেক দর্শক নাজনিন নাহার বলেন, ‘এই খেলাগুলোর কথা মনে পড়ে, কিন্তু কাউকে খেলতে দেখি না। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সচেতন মানুষদেরই এগিয়ে আসতে হবে।’

গাদন খেলোয়াড় ছাবিদুল ইসলাম বলেন, আগে গাদন খেলাকে ঘিরে মানুষের মধ্যে আলাদা আনন্দ থাকত। মোবাইল ফোন আর অনলাইন গেমের যুগে সেই আনন্দ হারিয়ে যাচ্ছে। তবে এমন আয়োজনে আবার প্রাণ ফিরে পায় গ্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত