Ajker Patrika

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার অপরাধীদের হালাল করবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১১
Thumbnail image

বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের বৈধতা দেওয়ার সরকার হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ বুধবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার জঘন্য সব অপরাধীদের হালাল করার সরকার হিসেবেই ভূমিকা রাখবে। এর সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও নিরপেক্ষতার কোনো সম্পর্ক নাই। মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের আসামিদের প্রধান সিন্ডিকেট হচ্ছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা যতই গণতন্ত্র-নির্বাচন নিয়ে হইচই করুক না কেন, তারা গণতন্ত্রের ফেরেশতা না। তারা প্রত্যেকেই মানুষ পোড়ানো, জঙ্গি তাণ্ডব ও হত্যা-খুনের ভয়ংকর সব জল্লাদ।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত