Ajker Patrika

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২১: ২৪
Thumbnail image

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রার পর প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। স্বাগত বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান।

২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা। এসব অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশারফ হোসাইন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, শওকত আলী বাবু, মাসুদুল হক, ইয়ামিন আলী, এস এম সামছুর রহমান, আরিফুল ইসলাম আকিঞ্জী, এইচ এম মইনুল ইসলাম, আমিরুল হক বাবু, আল আমিন খান সুমন, ইনজামামুল হক, আব্দুল্লাহ আল ইমরান, আহসান টিটু, সোহেল রানা বাবু, সোহাগ আহমেদ বাবু, কামরুজ্জামান শিমুল, শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, শেখ সোহেল, কামরুজ্জামান মুকুল, শামীম হাসান, মেহেদি হাসান পারভেজ, ওবায়দুল হোসেন বাবু, আবু তালেব, মেহেদি হাসান বাচ্চু, হানিফ শিকদার, তাহসিনুল বাকি ফাহিম, সাদি ওয়ামি, জয়তু বালাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত