Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা
মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনিরামপুর বাজারের উত্তর প্রান্তে পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রাজু হোসেন (৩২) ও তাঁর সহকারী এরফান হোসেন (২৮)। দুজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা ট্রাকের সামনের অংশ কেটে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ থানার হেফাজতে রয়েছে। তাঁরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

মার্কিন শুল্কে বড় শঙ্কায় ১৬৮ কারখানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত