Ajker Patrika

আ.লীগে লুকিয়ে থাকা মোশতাকের দালালদের আমলে নিচ্ছি না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৬: ৪২
Thumbnail image

‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না’, এমন মন্তব্য করেছেন ১৪ দলের শরিক দল জাসদের সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু।

আজ বুধবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে জাসদের রাজনৈতিক কোনো বিরোধ নেই উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আওয়ামী লীগে লুকিয়ে থাকা খন্দকার মোশতাকের দালালেরা নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং, খন্দকার মোশতাকের ঘাপটি মেরে থাকা দালালদের পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধানোর চক্রান্তকে আমরা আমলে নিচ্ছি না।’ 

সরকারই নাশকতা করছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘এসব অভিযোগ করে লাভ নেই, কারা করছে গণমাধ্যমের ছবিই তার প্রমাণ দিচ্ছে।’

জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি, জামায়াতসহ কতিপয় বিদেশি চক্র নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছে। বিএনপি-জামায়াত চক্র এমন সব কর্মসূচি দিচ্ছে, তাতে দেশের অর্থনীতি, মানুষের জানমাল ও দেশের শান্তি নষ্ট হচ্ছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে হইচইয়ের আড়ালে মূলত বিএনপি ও বিদেশি চক্র সরকার অদলবদলের একই সুরে তানপুরা বাজাচ্ছে। এর মাধ্যমে পঁচাত্তর ও ১/১১ ঘটানোর একটা গন্ধ পাওয়া যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটা তাঁবেদার সরকার বানানোর চেষ্টা চলছে। কোনো অজুহাতেই বা কোনো চক্রান্তে সাংবিধানিক ধারা বানচাল করতে দেওয়া হবে না।’

এ সময় মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মেদ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ, যুবজোট নেতা মীর রিসানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত