Ajker Patrika

কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ জন, গুরুতর আহত ১ জন 

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১ জন, গুরুতর আহত ১ জন 

কুষ্টিয়ার মিরপুরের বলিদাপাড়ায় গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিশান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে জয়নাল (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জয়নাল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নিশান ও আহত জয়নাল দুজনই কুষ্টিয়া শহরের মিলপাড়া বস্তির বাসিন্দা। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রবে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এ কারণে চোর ধরার জন্য তারা রাতে জেগে থাকতেন। রোববার দিবাগত রাতে মিরপুরের বলিদাপাড়া গ্রামের চুনিয়াপাড়া এলাকায় লোকমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে ভ্যান চুরি করার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী ছুটে এসে দুই ব্যক্তিকে ধরে তাঁদের গণধোলাই দেন। এ সময় ওই দুইব্যাক্তি গুরুতর আহত হলে স্থানীয়রাই তাদের মিরপুর হাসপাতালে নেন। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় নিশানের মৃত্যু হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ বলেন, রাত ৪টার দিকে স্থানীয়দের ফোনে জানতে পারি সেখানে দুজন চোরকে ধরা হয়েছে। এবং তাদের গণধোলাই দিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভ্যান চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দেন। এসময় নিশান নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত