কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরের বলিদাপাড়ায় গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিশান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে জয়নাল (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জয়নাল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নিশান ও আহত জয়নাল দুজনই কুষ্টিয়া শহরের মিলপাড়া বস্তির বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রবে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এ কারণে চোর ধরার জন্য তারা রাতে জেগে থাকতেন। রোববার দিবাগত রাতে মিরপুরের বলিদাপাড়া গ্রামের চুনিয়াপাড়া এলাকায় লোকমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে ভ্যান চুরি করার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী ছুটে এসে দুই ব্যক্তিকে ধরে তাঁদের গণধোলাই দেন। এ সময় ওই দুইব্যাক্তি গুরুতর আহত হলে স্থানীয়রাই তাদের মিরপুর হাসপাতালে নেন। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় নিশানের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ বলেন, রাত ৪টার দিকে স্থানীয়দের ফোনে জানতে পারি সেখানে দুজন চোরকে ধরা হয়েছে। এবং তাদের গণধোলাই দিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভ্যান চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দেন। এসময় নিশান নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরের বলিদাপাড়ায় গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিশান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে জয়নাল (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জয়নাল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নিশান ও আহত জয়নাল দুজনই কুষ্টিয়া শহরের মিলপাড়া বস্তির বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রবে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এ কারণে চোর ধরার জন্য তারা রাতে জেগে থাকতেন। রোববার দিবাগত রাতে মিরপুরের বলিদাপাড়া গ্রামের চুনিয়াপাড়া এলাকায় লোকমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে ভ্যান চুরি করার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী ছুটে এসে দুই ব্যক্তিকে ধরে তাঁদের গণধোলাই দেন। এ সময় ওই দুইব্যাক্তি গুরুতর আহত হলে স্থানীয়রাই তাদের মিরপুর হাসপাতালে নেন। এর কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় নিশানের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ বলেন, রাত ৪টার দিকে স্থানীয়দের ফোনে জানতে পারি সেখানে দুজন চোরকে ধরা হয়েছে। এবং তাদের গণধোলাই দিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভ্যান চুরি করতে গিয়ে ধরা পরলে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দেন। এসময় নিশান নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
১২ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
১৫ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২২ মিনিট আগে