Ajker Patrika

বাগেরহাটে যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতা কর্মী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০: ৪৩
বাগেরহাটে যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতা কর্মী কারাগারে

নাশকতা মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিরা মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।’

নেতা কর্মীরা হলেন–জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত