Ajker Patrika

শৈত্যপ্রবাহে খুলনার সব স্কুলে পাঠদান বন্ধ

খুলনা প্রতিনিধি
শৈত্যপ্রবাহে খুলনার সব স্কুলে পাঠদান বন্ধ

শৈত্যপ্রবাহের কারণে আজ মঙ্গলবার খুলনার সব স্কুলে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

আজ সকালে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা দেন। অবশ্য নির্দেশনা পৌঁছানোর আগেই অনেক বিদ্যালয় ক্লাস শুরু হয়েছিল। পরে স্কুল বন্ধ করে দেওয়া হয়।

অহিদুল ইসলাম বলেন, ‘আজ ভোরে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।’

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত