ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের নাম মিঠুন কুণ্ডু (২৪)। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের শ্যামল কুণ্ডুর পুত্র ও দৌলতপুর সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানিয়েছে, মিঠুন দৌলতপুর বিএল কলেজে পড়ালেখার পাশাপাশি একটি কৃষি ফার্মে কাজ করত। গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন। ধামালিয়া গ্রামের তৌহিদুজ্জামান রাতুল জানান, ১৭ সেকেন্ডের ফেসবুক লাইভে একটি বোতলের মুখ খুলতে দেখে মিঠুনের স্বজনদের মোবাইলে খবর দেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ফার্মের পাশে মাছের ঘেরে মিঠুনকে পাওয়া যায়।
ফার্মের কর্মচারী রিনা বিশ্বাস বলেন, ‘ঘেরের পাশে মিঠুনকে দেখে সন্দেহ হলে জানতে চাই—সে বিষ খেয়েছো কিনা। তখন সে অস্বীকার করে। কিন্তু সবাই বিষ খাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিঠুন মারা যায়। আত্মহত্যার আগে দুদিন ধরে মিঠুন তার ফেসবুকে কয়েকটি হতাশামূলক স্ট্যাটাস পোস্ট করেছে।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সিকদার এনায়েত বলেন, ‘আমি জানার জন্য বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। মিঠুন ধান চাষে ব্যবহৃত বিষ পান করেছে। নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘খুলনার সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের নাম মিঠুন কুণ্ডু (২৪)। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের শ্যামল কুণ্ডুর পুত্র ও দৌলতপুর সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ জানিয়েছে, মিঠুন দৌলতপুর বিএল কলেজে পড়ালেখার পাশাপাশি একটি কৃষি ফার্মে কাজ করত। গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন। ধামালিয়া গ্রামের তৌহিদুজ্জামান রাতুল জানান, ১৭ সেকেন্ডের ফেসবুক লাইভে একটি বোতলের মুখ খুলতে দেখে মিঠুনের স্বজনদের মোবাইলে খবর দেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ফার্মের পাশে মাছের ঘেরে মিঠুনকে পাওয়া যায়।
ফার্মের কর্মচারী রিনা বিশ্বাস বলেন, ‘ঘেরের পাশে মিঠুনকে দেখে সন্দেহ হলে জানতে চাই—সে বিষ খেয়েছো কিনা। তখন সে অস্বীকার করে। কিন্তু সবাই বিষ খাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিঠুন মারা যায়। আত্মহত্যার আগে দুদিন ধরে মিঠুন তার ফেসবুকে কয়েকটি হতাশামূলক স্ট্যাটাস পোস্ট করেছে।’
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সিকদার এনায়েত বলেন, ‘আমি জানার জন্য বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। মিঠুন ধান চাষে ব্যবহৃত বিষ পান করেছে। নারীঘটিত কোনো কারণ থাকতে পারে বলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে।’
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘খুলনার সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।’
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে