Ajker Patrika

ঈগল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ২৬
ঈগল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

সাতক্ষীরা শহরের রাধানগরের ঈগল পরিবহন কাউন্টারের সামনে পানি দিয়ে গাড়ি পরিষ্কার করার সময় গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঈগল পরিবহনের হেলপার তানভির হোসেনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির হোসেন (৩০) খুলনা শহরের সোনাডাঙ্গা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে ঈগল পরিবহনের সাতক্ষীরার রাধানগর কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে ঈগল পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৩০৩৫ নম্বর কোচটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন ওই গাড়িরই হেলপার তানভির হোসেন। পেছনের চাকা পরিষ্কার করার সময় চালক রতন সানা গাড়ি ঠিক করতে কোচটি পেছনের দিকে নিয়ে গেলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তানভির। 

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক অহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত