Ajker Patrika

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে যবিপ্রবিতে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার

যশোর প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২২: ৪৯
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে যবিপ্রবিতে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। 

এর আগে গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩তম সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের মোছা. ফৌজিয়া তাবাসসুম, একই বিভাগের মো. সৈকত হাসান, বৃষ্টি রাণী পাল এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অমিয় দাস। 

এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের এস এম নাঈম হোসেন ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সুমন কুমার মণ্ডল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য কোর্স বাতিল হয়েছে ইংরেজি বিভাগের সাদিয়া তাসনিম, ইংরেজি বিভাগের হাসান মাহমুদ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. রাবেয়া সুলতানার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত