বাগেরহাট প্রতিনিধি
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না।’
আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
কর্মিসভায় বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাগেরহাটে কোনো উন্নয়ন করেনি। সারা দেশের মতো বাগেরহাটকেও লুটেপুটে খেয়েছে। বাগেরহাটকে তারা জিম্মি করে রেখেছিল। এখানকার মানুষ কথা বলতে পারেনি। এখন কোথায় সেই স্বৈরাচারী হাসিনার ভাই শেখ হেলাল, শেখ তন্ময় ও তাদের দোসররা। জনগণের ভয়ে পালিয়েছে তারা। আর কখনো এ দেশে আসতে পারবে না, স্বৈরাচারের দোসররা। এই আনন্দে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে। তবে সরকার যদি তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।’
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিউদ্দিন শফি, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না।’
আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
কর্মিসভায় বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাগেরহাটে কোনো উন্নয়ন করেনি। সারা দেশের মতো বাগেরহাটকেও লুটেপুটে খেয়েছে। বাগেরহাটকে তারা জিম্মি করে রেখেছিল। এখানকার মানুষ কথা বলতে পারেনি। এখন কোথায় সেই স্বৈরাচারী হাসিনার ভাই শেখ হেলাল, শেখ তন্ময় ও তাদের দোসররা। জনগণের ভয়ে পালিয়েছে তারা। আর কখনো এ দেশে আসতে পারবে না, স্বৈরাচারের দোসররা। এই আনন্দে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে। তবে সরকার যদি তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।’
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিউদ্দিন শফি, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।
নতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
২ মিনিট আগেমানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
১৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
৩২ মিনিট আগে