Ajker Patrika

খুবিতে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

খুবি প্রতিনিধি
খুবিতে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

উপাচার্য বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে সামাজিক পরিবর্তনকে যথাযথ গুরুত্ব দিতে হবে। পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া জরুরি। নইলে আমরা পিছিয়ে পড়ব। বিজ্ঞান ও প্রযুক্তির সুবাদে সকল ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে মানুষের নতুন নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে। নতুন সমস্যারও উদ্ভব হচ্ছে। এসব পরিবর্তন ও সমস্যা মোকাবিলায় সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি।’

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুপুরের পর দুটি পর্বে ছয় প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে নয়টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে অংশগ্রহণকারীরা সশরীরে ও ভার্চ্যুয়াল যোগ দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...