Ajker Patrika

মানুষের ক্ষতির চেষ্টা করলে কেশবপুরে জামায়াতের বাড়িঘর কিছুই রাখব না: এমপি শাহীন

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২: ৫৩
মানুষের ক্ষতির চেষ্টা করলে কেশবপুরে জামায়াতের বাড়িঘর কিছুই রাখব না: এমপি শাহীন

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে পুঁজি করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা সরকারের পাশাপাশি স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে উৎখাত করতে চায়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি নিরীহ মানুষের কোনো ক্ষতির চেষ্টা করে, কেশবপুরে জামায়াতের বাড়িঘর কোনো কিছুই রাখব না। এমন মন্তব্য করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। 

আজ বৃহস্পতিবার কেশবপুর থানা আয়োজিত শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহীন চাকলাদার বলেন, ‘শুক্রবারের জুমায় আমরা মসজিদে থাকব, চোখ কান খোলা রাখব। ওরা নামাজ শেষে কেশবপুরকে অশান্ত করার চেষ্টা করলেই, খেলা শুরু হবে। এটাই হবে আমাদের আজকের ওয়াদা।’ 

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যশোরে আমার প্রোগ্রাম সেট করা আছে। সব থানায় বলে দিয়েছি। কাল (শুক্রবার) কোনো কিছু হলে, হুইসেল বাজলেই খেলা শুরু হবে। কাল হবে ফাইনাল খেলা। দেখি কোথায় জামায়াত আছে, কারা আছে, কালকে পরীক্ষা হবে।’ 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। 

আরও বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি আমির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত