Ajker Patrika

মেহেরপুর জেলা কারাগারের কয়েদির মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা কারাগারের কয়েদির মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারের কয়েদি আব্দুল আউয়াল (৪২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল গাংনী উপজেলার বামন্দি গ্রামের রকিবুল হোসেনের ছেলে।

মেহেরপুর জেলা কারাগারের জেলার মো. আমানুল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন আব্দুল আউয়াল। কারা কর্তৃপক্ষ তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার মো. আমানুল্লাহ আরও বলেন, আব্দুল আউয়াল একটি মাদক মামলার আসামি ছিলেন। গত ১৫ জানুয়ারি আদালত তাঁকে কারাগারে পাঠান। 

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে থানার ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত