Ajker Patrika

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯: ০৭
ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভারতে পাচারের শিকার নারী, শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের হস্তান্তর করেন।

এ সময় আইনি সহায়তা দিতে তাঁদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা জাস্টিন অ্যান্ড কেয়ার। ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার শরণখোলা গ্রামের কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) ও জাহাঙ্গীর হোসেন (২৩)।

তাঁরা দুই বছর ভারতের গুয়া কুলাআড়ি সেন্টার কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাঁদের ভারতের একটি বেসরকারি সংস্থার শেল্টার হোমে রাখা হয়।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেরত আসা ব্যক্তিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিন অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, এঁদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর যোগাযোগ করে তাঁদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত