শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।
আহতরা হলেন কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার (৫৫), মাসুদ রানা (২৩), নওয়াবেঁকীর সুফিয়া (৫৫), রাশিদা (৬০) ও গোদাড়া গ্রামের দুলি হালদার (৬৫)।
আহতদের স্বজনরা জানায়, বুধবার সকালে এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর মানপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তাঁর মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর ২টার দিকে গোদাড়া এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্মকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ওই কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০-৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে এলাকার তিনজন আহত হয়েছেন। এখনই আটকাতে না কুকুরটি পারলে আরও অনেক মানুষকে কামড়াতে পারে।
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।
আহতরা হলেন কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার (৫৫), মাসুদ রানা (২৩), নওয়াবেঁকীর সুফিয়া (৫৫), রাশিদা (৬০) ও গোদাড়া গ্রামের দুলি হালদার (৬৫)।
আহতদের স্বজনরা জানায়, বুধবার সকালে এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর মানপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তাঁর মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর ২টার দিকে গোদাড়া এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্মকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ওই কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০-৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে এলাকার তিনজন আহত হয়েছেন। এখনই আটকাতে না কুকুরটি পারলে আরও অনেক মানুষকে কামড়াতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান। আর যাঁর সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ, তিনি হলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার
১ মিনিট আগেখাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কাজী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রামগড়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কাজী রিপনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে।
৪ মিনিট আগেএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে চিরতরে দুর্নীতিকে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরোনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ শেখ
৭ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
২৯ মিনিট আগে