Ajker Patrika

শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত

সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা। 

আহতরা হলেন কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার (৫৫), মাসুদ রানা (২৩), নওয়াবেঁকীর সুফিয়া (৫৫), রাশিদা (৬০) ও গোদাড়া গ্রামের দুলি হালদার (৬৫)। 

আহতদের স্বজনরা জানায়, বুধবার সকালে এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর মানপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তাঁর মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর ২টার দিকে গোদাড়া এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্মকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ওই কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০-৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে। 

উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে এলাকার তিনজন আহত হয়েছেন। এখনই আটকাতে না কুকুরটি পারলে আরও অনেক মানুষকে কামড়াতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত