Ajker Patrika

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, শিশুসহ আহত ৪

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৭: ৩৫
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, শিশুসহ আহত ৪

নড়াইল পৌরসভার ধোপাখোলা মোড়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে কলেজছাত্র শান্ত মণ্ডল (২০) নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। 

নিহত শান্ত মণ্ডল পৌরসভার উজিরপুর গ্রামের রাজা মণ্ডলের ছেলে। তিনি গোবরা মিত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মোটরসাইকেল আরোহী ছিলেন। 

আহতরা হলেন সদর উপজেলার ভওয়াখালী গ্রামের রাধিকা বিশ্বাস (৪২), সঞ্জয় বিশ্বাস (৩০), পাপ্পু বিশ্বাস (৬ মাস) ও নূপুর বিশ্বাস (২৯)। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের লোকজন জানান, আজ সকালে মোটরসাইকেলে করে শান্ত নিজ বাড়ি থেকে নানিবাড়ি পংকবিলা যাচ্ছিলেন। ধোপাখোলার মোড় পার হওয়ার সময় সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় শান্ত মোটরসাইকেলের নিচে পড়ে যান। অন্যদিকে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত