Ajker Patrika

ফতুল্লায় আগুনে পুড়ল ঝুটের গুদাম ও গেঞ্জির কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৫: ৫৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হজরত শাহের মাজারসংলগ্ন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে পাশের গেঞ্জির ছাপাখানাটি পুড়ে যায়।

আগুন নেভাতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ হৃদয় আহমেদের মালিকানাধীন ঝুটের গুদামে আগুন দেখা যায়। পরে আশপাশের বাড়িঘরের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তা ছড়িয়ে যায় পাশের ইমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায়। শেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে মধ্যরাতে আগুন লাগল, তা জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত