Ajker Patrika

নড়াইলে আগুনে পুড়ে মারা গেল দিনমজুরের ৩ গরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
Thumbnail image

নড়াইলের লোহাগড়ায় গোয়ালঘরে আগুন লেগে এক দিনমজুরির তিনটি গরু পুড়ে মারা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শালনগর ইউনিয়নের চর শিয়রবর গ্রামের মো. ফুল মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়।

গরুর মালিক মো. ফুল মিয়া বলেন, ‘রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা তিনটি গরু পুড়ে মারা যায়। আগুনে পুড়ে আমার প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’

লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনমজুর মো. ফুল মিয়ার তিনটি গরু পুড়ে গেছে। এতে তাঁর প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁকে সহযোগিতার করার চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত