Ajker Patrika

কবর থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৬: ২৯
কবর থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার আলোচিত শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এই রায় দেন।

একই মামলায় অপর দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মোমিন (২৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের বাসিন্দা। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের পারভেজ আহম্মেদ (২৮) ও আশরাফুজ্জামান রিজন (৩০)। তাঁদের মধ্যে আসামি পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে গেছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকেলে নিখোঁজ হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আব্দুল বারেকের একমাত্র ছেলে ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা (১১)। কয়েক দিন খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ জানুয়ারি আবু হুরায়রার বাবা আব্দুল বারেক বাদী হয়ে মোহাম্মদ মোমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে মোমিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি রাতে এলাকার তালতলা কবরস্থানের একটি পুরোনো কবর থেকে শিশু আবু হুরায়রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১৪ আগস্ট মোহাম্মদ মোমিন, পারভেজ আহম্মেদ ও আশরাফুজ্জামান রিজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গিয়াস উদ্দিন বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে ওই রায় দেন বিচারক। তাঁদের মধ্যে আসামি পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। তাঁকে দ্রুত গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত