Ajker Patrika

ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১: ৪৮
ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল। ছবি: আজকের পত্রিকা
ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে বেশ কিছু সময় ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন—‘আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটিকয়েক নারে; কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক, দালাল ভিসি নিপাত যাক; গদি ধরে মারো টান, মাছুদ হবে খান খান; এক-দুই-তিন-চার, ভিসি তুই গদি ছাড়; আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে।’

এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ করেন। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত