Ajker Patrika

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
Thumbnail image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের এক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদশা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীর মা একটি ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাদশার বাড়ি রিফাইতপুর ইউনিয়নের মসলেমপুর এলাকায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদসা নামে এক যুবককে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।’

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মামা বাড়ি যাওয়ার পথে বাদসা নামে ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে (১৫) জোর পূর্বক বাড়ির ভেতর ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করে এবং মোবাইল ফোনে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে পরিবারকে ঘটনার বর্ণনা দেয় ওই শিক্ষার্থী।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী তার ওপর যে ধরনের আচরণ হয়েছে আমি তার উপযুক্ত বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত