কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চার নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ওই চার নেতা সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) সকালে অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে।
অব্যাহতি পাওয়া চার নেতা হলেন জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরজু চৌধুরী, উপ-মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জুবায়ের মাহাতাব জেনন, উপ-কর্মস্থান বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কবির সাফিন ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সজল ইসলাম।
এদের মধ্যে, সংগঠন থেকে অব্যাহতি পাওয়া আরজু চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে আরজুকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোষ্ট দিতে দেখা গেছে। তবে তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। সে ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এ ব্যাপারে জানতে চাইলে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা আরজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা সভাপতি-সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে ফেসবুকে তাঁর সক্রিয়তা অব্যহতির কারণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাও হতে পারে।’
তিনি কোটা সংষ্কার আন্দোলনের পক্ষে কি না— এমন প্রশ্নে এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি জাতির পিতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কিন্তু দিন শেষে আমিও মানুষ, তাই মনুষ্যত্ব বিসর্জন দিতে পারি না। ভালো থাকুক প্রাণের সংগঠন ও সাধারণ মানুষ।’
তবে এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া অন্য নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা কথা বলতে রাজি হননি।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে না পারায় তাঁরা নিজেরাই অব্যাহতি চেয়েছিল। তাই তাঁদের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই চার নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না। অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতাদের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। এর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তবে কি সেই অভিযোগ তা জানাননি তিনি।
কুষ্টিয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই চার নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ওই চার নেতা সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) সকালে অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে।
অব্যাহতি পাওয়া চার নেতা হলেন জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরজু চৌধুরী, উপ-মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জুবায়ের মাহাতাব জেনন, উপ-কর্মস্থান বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কবির সাফিন ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সজল ইসলাম।
এদের মধ্যে, সংগঠন থেকে অব্যাহতি পাওয়া আরজু চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে আরজুকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোষ্ট দিতে দেখা গেছে। তবে তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। সে ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এ ব্যাপারে জানতে চাইলে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা আরজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা সভাপতি-সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে ফেসবুকে তাঁর সক্রিয়তা অব্যহতির কারণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাও হতে পারে।’
তিনি কোটা সংষ্কার আন্দোলনের পক্ষে কি না— এমন প্রশ্নে এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি জাতির পিতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কিন্তু দিন শেষে আমিও মানুষ, তাই মনুষ্যত্ব বিসর্জন দিতে পারি না। ভালো থাকুক প্রাণের সংগঠন ও সাধারণ মানুষ।’
তবে এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া অন্য নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা কথা বলতে রাজি হননি।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে না পারায় তাঁরা নিজেরাই অব্যাহতি চেয়েছিল। তাই তাঁদের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই চার নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না। অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতাদের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। এর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তবে কি সেই অভিযোগ তা জানাননি তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে