Ajker Patrika

ঝিনাইদহে বন্দুক, শক মেশিনসহ গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সাবেক সেনাসদস্য পলাশ মিয়া। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সাবেক সেনাসদস্য পলাশ মিয়া। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা থেকে একনলা বন্দুক, শক মেশিন, রামদাসহ পলাশ মিয়া নামের এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শৈলকুপা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। এতে সাবেক সেনাসদস্য পলাশ মিয়ার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, ইলেকট্রনিক শক মেশিন ও একটি রামদা পাওয়া যায়। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্রসহ পলাশ মিয়াকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি একনলা বন্দুক, ইলেকট্রিক শক মেশিন, একটি রামদাসহ সাবেক সেনাসদস্য পলাশ মিয়াকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার পলাশ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

ফারজানা রুপা ও শাকিলকে গ্রেপ্তারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত