Ajker Patrika

গৃহবধূর বাবার বাড়িতে প্রাক্তন প্রেমিকের হামলা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ২২: ৫৭
গৃহবধূর বাবার বাড়িতে প্রাক্তন প্রেমিকের হামলা

মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামে মেয়ের প্রাক্তন প্রেমিকের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মা ও বাবা। গতকাল শনিবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইলিয়াস মোল্যা (৪০) জানান, তাঁর মেয়ে অনিমা (১৬) উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে।

প্রতিবেশী রব্বান বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাসের (২২) সঙ্গে অনিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইলিয়াস মোল্যার অভিযোগ, মেয়েকে বিয়েতে রাজি না হওয়ায় মারুফ ও তাঁর স্বজনেরা তাঁর পরিবারের লোকদের ওপর হামলা, মারধর ও নানাভাবে হয়রানি করে আসছে। মারুফ উচ্চ মাধ্যমিক পাস করে বিদেশে যাওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি মেয়ে অনিমার একই উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের বাচ্চু মোল্যার ছেলে মনিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরও স্বামীকে তালাক দিয়ে তাঁকে বিয়ে করার জন্য অনিমাকে চাপ দিতে থাকেন মারুফ। অনিমার স্বামী ও তাঁর পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেন।

ঈদে অনিমা বাবার বাড়ি রায়পাশায় বেড়াতে এলে বিয়ে করার জন্য জোর করতে থাকেন মারুফ। একপর্যায়ে ঘরে ঢুকে অনিমাকে মারধরও করেন। 

বিষয়টি জানাজানি হলে অনিমার বাবা ও তাঁর স্বজনেরা মারুফ বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনায় মারুফসহ পাঁচজনের নামে মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইলিয়াস মোল্যা। 

এই ঘটনার জেরে মারুফ মোল্যা ও তাঁর স্বজনেরা ১০-১২ জন মিলে গতকাল শনিবার রাতে ইলিয়াস মোল্যা ও তাঁর স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে অনিমার বাবা ইলিয়াস মোল্যা (৪০), মা রেহেনা পারভীন (৩৫) গুরুরতর আহত হন। তাঁদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের ছেলে জিহাদ (১৫) আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মারুফের চাচা সাহের আলী (৪৫) আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ইলিয়াস মোল্যা অভিযোগ করেন, মারধর ও কুপিয়ে জখম করার পর রায়পাশা তিন রাস্তার মোড়ের তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে (মুদি দোকান) হামলা চালিয়ে লুট করে নিয়ে গেছে মারুফের পরিবারের লোকেরা। এখন হাসপাতালে এসে মামলা না করার জন্য ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মারুফ বিশ্বাস অনিমার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন। তবে হামলা, মারধরের বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, মারামারির ঘটনায় মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে তিন জন হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা এখন শঙ্কামুক্ত। 

মহম্মদপুর থানার ওসি মো. ইকরামুল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত