Ajker Patrika

পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২৩: ৪৩
পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা

পেটের ব্যথা সইতে না পেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাহেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর ৬ টায় মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ছাহেরা খাতুন আদর্শপাড়ার সায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজের স্ত্রী।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি মাফিজুর রহমান  জানান, নিজ ঘরেই ওড়না পেঁচিয়ে ছাহেরা খাতুন আত্মহত্যা করেছে বলে তাঁর বাড়ির লোকজন ও স্থানীয়দের কাছে জানতে পেরেছি। সে দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা নিয়ে  অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসায় তিনি সুস্থ না হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। 

পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে এ ঘটনার পর তাঁকে উদ্ধার করে  মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থেকে শরীরে যন্ত্রণা ভোগ করছিলেন বলে তাঁরা জানায়।
 
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সে অসুস্থ ছিল মৃত্যুর আগে তার পেটে যন্ত্রণায় ভুগছিল। ধারণা করছি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে। তাঁর বাড়িতেও প্রচুর ওষুধ ও চিকিৎসকের প্রেসক্রিপশন দেখতে পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত