Ajker Patrika

হানিফের আসনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ, পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
হানিফের আসনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ, পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ‘ভোট ডাকাতি’ ও সহিংসতার অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণুর সমর্থকেরা। এ নিয়ে আজ বুধবার দুপুরে শহরের কালেক্টরেট চত্বরের সামনে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন তণুর বাবা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাঁচবারের পৌর মেয়র আনোয়ার আলীসহ অন্যরা। প্রায় এক কিলোমিটার লম্বা এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজার কাছে স্মারক লিপি দেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া-৩ আসনে ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট।

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনোয়ার আলী বলেন, ‘আপনি দলের লোকদের মনোনয়ন দিলেন, আবার দলের অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে বললেন। এতে দল দুই ভাগে হয়ে গেছে। এর দায় কে নেবে? আপনাকেই নিতে হবে।

আনোয়ার আলী বলেন, ‘কুষ্টিয়ায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এখানে প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করা হয়েছে। আপনার কাছে অনুরোধ, এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন।’

স্মারকলিপিতে বলা হয়, ‘ভোটের আগের সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নৌকার প্রার্থীর ক্যাডাররা সদলবলে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্রের আশপাশে মহড়া দেয়। তণুর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু করে। ওই রাতে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে তণুর ঈগল প্রতীকের পোলিং এজেন্টদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। ভোটের দিন সকাল ৯টার মধ্যে ৫২টি কেন্দ্র থেকে তণুর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। বেলা ১১টার মধ্যে প্রায় ৭০টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়।’

কুষ্টিয়া শহরের কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রের নারী পোলিং এজেন্টের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র ও নিয়োগপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাঁকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। হাটশ হরিপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল পোলিং এজেন্টদের বের করে দেন। আব্দালপুর ইউনিয়নের হাসানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোলিং এজেন্টকে মেরে রক্তাক্ত করা হয়। এ ছাড়া বিষ্ণুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিয়ারখী, ঝাউদিয়া, বটতৈল, আলামপুর, হরিনারায়নপুর, গোস্বামী দূর্গাপুর, মনোহরদিয়া, পাটিকাবাড়ি ও কাঞ্চনপুর ইউনিয়ন ও পৌরসভা অন্তর্গত শতাধিক কেন্দ্রে একই ঘটনা ঘটতে থাকে বলে স্মারকলিপিতে জানানো হয়েছে।

নির্বাচনের দিনে দুপুর ১২টার দিকে সবচেয়ে ঝামেলাপূর্ণ ২১টি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার বরাবর ভোট স্থগিত করার লিখিত আবেদন পাঠানো হয়। মাত্র দুটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার আবেদন গ্রহণ করেন, কিন্তু বাকিরা কেউ আবেদন গ্রহণ করেননি। দুপুর দেড়টা থেকে খবর আসতে থাকে তণুর পোলিং এজেন্ট শূন্য করে প্রশাসনের সহায়তায় নৌকায় সিল মারা হচ্ছে। সে সময় তণু ভোট গ্রহণ স্থগিতের অনুরোধ জানিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করলেও কোনো ফল হয়নি বলে দাবি করা হয় স্মারকলিপিতে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা জানান, ‘এই সংক্রান্ত একটি স্মারকলিপি হাতে পেয়েছি।’ তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নোয়াখালীতে সড়কে ছাত্রলীগের আগুন, আটক ১২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় আওয়ামী লীগের ৪ নেতাসহ ১২ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইব্রাহিম খলিল (৩৮), কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন যুবলীগের সদস্য শহীদুল ইসলাম (৪৫), আওয়ামী লীগ কর্মী রফিকুজ্জামান মাসুদ রানা (৪৩) ও শোয়েব হোসেন সোহরাবসহ (৩৪) ১২ জন। আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম।

এদিকে কর্মসূচি বাস্তবায়নে বুধবার গভীর রাতে নোয়াখালী জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে সড়কের ওপর আগুন দেন পৌরসভা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তাঁরা।

অন্যদিকে আওয়ামী লীগের আজকের কর্মসূচির প্রতিবাদে রাতে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, শিবির ও এনসিপির নেতা-কর্মীরা। আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচি প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহজনক গতিবিধির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
জেসমিন আক্তার। ছবি: সংগৃহীত
জেসমিন আক্তার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। তবে আওয়ামী লীগের এই নেত্রীর বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। গতকাল বুধবার শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

গত বছরের ৫ আগস্টের পর কাউন্সিলর জেসমিন তাঁর স্বামী ও দুই সন্তান নিয়ে কানাডা চলে যান। সম্প্রতি তিনি একা দেশে ফেরেন।

আটক জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিকগঞ্জ পৌরসভার পরিষদ ভেঙে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে রাজনৈতিক মামলায় আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই দূরপাল্লার যানবাহন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড এলাকায় লোকাল বাসে উঠছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড এলাকায় লোকাল বাসে উঠছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচির প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের চাপ দেখা যায়নি। এদিন মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে লোকাল বাস দেখা গেলেও ছিল না দূরপাল্লার যানবাহন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কের শিমরাইল, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে লোকাল যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। তবে শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, সৌদিয়া পরিবহন, ইউনিক পরিবহনের মতো বড় পরিবহন কোম্পানিগুলোর বাস মহাসড়কে ছিল না। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।  

পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ মোতায়েন রয়েছে। তবে সরেজমিনে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল গাড়ি দেখা গেলেও কোনো চেকপোস্ট দেখা যায়নি।  

রাস্তায় বেরিয়ে আবদুল্লাহ নামের এক কর্মজীবী বলেন, ‘আমরা একটু ভয়ে ভয়ে বের হয়েছি। কারণ, রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি। তবে রাস্তায় এসে স্বাভাবিক দেখলাম।’ অটোরিকশাচালক রহিম বলেন, ‘আমরা আজ সকাল হতেই ভালো যাত্রী পাচ্ছি। শুনছি আওয়ামী লীগ হরতাল দিছে, কিন্তু কিছু দেখি নাই।’

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিকবার মোবাইলে কল করেও সাড়া মেলেনি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ‘মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতো আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।’

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি টহল অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফরিদপুরে ৫ স্থানে আওয়ামী লীগের সড়ক অবরোধ, শিশুর হাতেও অস্ত্র

ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়কের অন্তত পাঁচটি এলাকায় অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ ছাড়া শিশুর হাতে দেশীয় অস্ত্র রামদাসহ লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ এলাকায় অবরোধ শুরু করেন আওয়ামী লীগের। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় অবরোধ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১০টা পর্যন্ত সোয়াদি এলাকায় কর্মসূচি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে সেখানে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুখুরিয়া, পুলিয়া, মাধবপুর এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে সোয়াদি এলাকা থেকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায়, মহাসড়কটির ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শতাধিক স্থানীয় নেতা-কর্মীকে দেশীয় অস্ত্র, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে ১০টি শিশুকে মাথায় হেলমেট পরে ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। তাদের মধ্যে একটি শিশুকে রামদা হাতে স্লোগান দিতে দেখা যায়। এ সময়ে ঢাকামুখী যানবাহনসহ সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। অনলাইনে কর্মসূচি ঘোষণার পর থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা অবস্থান করেন। ভোর থেকেই কয়েকজন নেতা-কর্মী সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন।

এতে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক জেলা যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান, কাউসার আকন্দ, দেবাশীষ নয়নসহ অনেককে দেখা যায়। এ ছাড়া অবরোধকারীদের ‘আমরা সবাই নিক্সন সেনা, ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে থাকার সময় নাই’ স্লোগান দিতে দেখা যায়।

ফরিদপুরে অবরোধ কর্মসূচিতে শিশুদের হাতেও অস্ত্র দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ফরিদপুরে অবরোধ কর্মসূচিতে শিশুদের হাতেও অস্ত্র দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় এক সংবাদকর্মী আজকের পত্রিকাকে বলেন, সকালে ভাঙ্গায় তিনটি স্থানে অবরোধ করা হয়। ইতিমধ্যে পুখুরিয়া, মুনসুরাবাদ, পুলিয়া, মাধবপুর নামক স্থানে ওসির নেতৃত্বে থানা-পুলিশ গিয়ে সরাসরি কথা বলেছেন এবং পরে তাঁরা অবরোধ তুলে নিয়েছেন। এ ছাড়া সোয়াদি এলাকার দিকে সেনাবাহিনী ও পুলিশ যাচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুরে কেউ অবরোধ করতে পারেনি। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলে সেটি এক ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। পুলিশ অবরোধ সরিয়ে নিতে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ফরিদপুর বাসমালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁরা সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন।

গোল্ডেন লাইন বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের নেতা কামরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমরা বাস চালাতে চাই, তবে যাত্রী না পেলে তো বাস চালানো সম্ভব নয়। খালি বাস নিয়ে তো আর পথে নামা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত