বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরুর মালিককে মারধর ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে ভাগনে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এ মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ছয়জনের নাম উল্লেখ ও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আহত নুর ইসলামের ভাগনে।
আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা-কাটাকাটি হয়। সে সময় শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুইটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে আটটার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকানের কিছুদূর সামনে আসলে শরিফুল ও তার সঙ্গে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে এবং হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। এ সময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুংগিতে বেঁধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। পরে একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতের ছেলে সাগরের মীর বলেন, আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই সব কথা বলা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে নুর ইসলাম মীর (৫৪) নামের এক গরুর মালিককে মারধর ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে ভাগনে শরিফুল সরদারের (৩২) বিরুদ্ধে।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার দেপাড়া গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর ইউনিয়নের সাজোখালি এলাকায় এ মারধর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম ছয়জনের নাম উল্লেখ ও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত নুর ইসলাম মীর বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা আনোয়ার মীরের ছেলে। হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল সরদার একই এলাকার আহত নুর ইসলামের ভাগনে।
আহত নুর ইসলাম মীর বলেন, তিন-চার দিন আগে শরিফুল ও তার স্ত্রীর সঙ্গে আমি ও আমার ছোট ছেলের কথা-কাটাকাটি হয়। সে সময় শরিফুল আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনার দিন দেপাড়া হাটে দুইটি গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে আটটার দিকে বিষ্ণুপুরের সাজোখালি এলাকায় রাজিবের সারের দোকানের কিছুদূর সামনে আসলে শরিফুল ও তার সঙ্গে থাকা সোহেল, হামজা, ওলিয়ার, সোহেল হোসেন, মাহাফুজ ও রাজ্জাক আমাকে ঘিরে ধরে এবং হাতুড়ি-রড দিয়ে মারধর শুরু করে। এ সময় আমি রাস্তায় পড়ে গেলে আমার লুংগিতে বেঁধে রাখা ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা। পরে একটি ভ্যানে উঠিয়ে আমাকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়। বাড়ির সামনে থেকে আমার ছেলে ও স্থানীয়রা আমাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতের ছেলে সাগরের মীর বলেন, আমরা এই হামলার বিচার ও টাকা ফেরত চাই।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল সরদার বলেন, আমাদের পারিবারিক বিরোধ আছে এটা সত্য। কিন্তু মারধর বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর জন্য এই সব কথা বলা হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নুর ইসলাম নামের এক ব্যক্তির একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে জাহিদ হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৬ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সম্মাননা পেয়েছেন ফরিদপুরের জুলাই আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ। এ খবর জানাজানি হওয়ার পরে তাঁর সম্মাননা প্রত্যাহার চেয়ে তথ্য উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
২৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধরের দায়ে মো. রিপন মিয়া (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার সোনামুড়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা
২৫ মিনিট আগেকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
৩৫ মিনিট আগে