Ajker Patrika

ইউএনওর বদলি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩: ৪৫
Thumbnail image

সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ উপজেলার সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টায় উপজেলা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা জানান, এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী একজন দক্ষ ও সৎ মানুষ হিসেবে দেবহাটায় এক বছর কয়েক মাস হলো যোগদান করেছেন। তিনি আসার পর সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন। রাত-দিন নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেন। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প, বীর নিবাসের কাজের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটকে সুবিধাবাদীদের হাত থেকে উদ্ধারসহ নানামুখী উন্নয়ন করায় একশ্রেণির মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁদের কাজ হাসিল করতে না পেরে একজন দক্ষ অফিসারকে তদবির করে বদলির অর্ডার করিয়েছেন।

মাননবন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর বদলি প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত