ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
১৭ মিনিট আগেকারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
৩১ মিনিট আগেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
১ ঘণ্টা আগেরাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। তাঁর নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১ ঘণ্টা আগে