Ajker Patrika

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, দুজনকে জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, দুজনকে জরিমানা

মাগুরার মহম্মদপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত বলছেন, এসব মাংস ছিল মরা গরুর। আজ বুধবার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা বাজারে এ ঘটনা ঘটে। এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল।

অসুস্থ গরু বিক্রেতা মো. মনির মৃধা ও মরার পর জবাই করা মাংস বিক্রেতা মো. আকমল মিয়াকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

স্থানীয়রা বলছে, বুধবার সকালে একটি অসুস্থ গরু বিক্রি করেন মনির মৃধা নামে এক ব্যক্তি। পরে জবাই করার আগেই গরুটি মারা যায়। মরা গরু জবাই করে মাংস বিক্রির জন্য নহাটা বাজারের নিয়ে আসেন কসাই আকমল মিয়া। এ সময় মরা গরুর মাংস বিক্রি খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে বাজার কমিটি ও স্থানীয় ইউপি সদস্যসহ নেতা কর্মীদের জানান। তারা দ্রুত ইউএনওকে খবর দেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাফ বলেন, ‘সকালে বাজারের কসাই আকমল মিয়া মাংসের দোকানে অসুস্থ ও পরে মরা গরুর মাংস বিক্রি করার খবর পায়। পরে দ্রুত প্রশাসনকে বিষয়টি জানানো হয়।’ 

বিক্রি করার জন্য আনা এসব মাংস মরা গরুর নয়। তবে অসুস্থ গরু স্বীকার করে কসাই আলী ফকির বলেন, ‘আমি মনির মৃধার কাছ থেকে গরু কিনে জবাই করে মাংস এনে বিক্রি করছিলাম।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল বলেন, ‘সকালে মরা গরুর বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা করে ২ জন ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত