Ajker Patrika

হাসপাতালে দুদিনের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১: ৩৯
হাসপাতালে দুদিনের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

যশোর সদর হাসপাতালে ছেলেসন্তান প্রসব করেন আমেনা আশরাফী নিঝুম (১৯)। এক দিন পর ওই সন্তানের বাবা হিসেবে দুজন দাবি করেন। একপর্যায়ে গতকাল বুধবার দুপুরে দুই দিনের সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান নিঝুম। সে মাগুরার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত আইয়ুব হোসেনের মেয়ে।

এ বিষয়ে নিঝুমের চাচা মো. শাহ আলম বলেন, ২০২০ সালে নিঝুমের সঙ্গে ভোলার ইব্রাহিম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পরপরই গর্ভবতী হন নিঝুম। এ অবস্থায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে গত মঙ্গলবার জানতে পারি নিঝুম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিনই পরিবারের লোকজন হাসপাতালে গেলে জানতে পারেন গত সোমবার ছেলেসন্তানের জন্ম দিয়েছে। এ সময় নিঝুমকে বাড়ি নিয়ে যেতে চাইলে পরদিনই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।

নিঝুমের চাচা আরও বলেন, মাগুরার স্টেডিয়ামপাড়ার সাকিবুর রহমানের ছেলে শাহীন দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে সে জমিজমার লোভ দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর নিঝুমকে নিয়ে পালিয়ে যায়।

নিঝুমের মা আসমা খাতুন বলেন, ‘মেয়ের খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এ সময় শাহীন আমাকে ও সদ্যোজাত শিশুকে হত্যার হুমকি দেয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের একজন সেবিকা বলেন, ‘গত বুধবার দুজন ব্যক্তি ওই সন্তানের বাবা দাবি করে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় আমরা হাসপাতালে কর্তব্যরত পুলিশে খবর দিই।’

এ নিয়ে উপসহকারী পুলিশ পরিদর্শক এনাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আসার আগেই শাহীন ও নিঝুম পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ পরিদর্শক আরও বলেন, মাগুরা সদর থানায় এ-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই এ ব্যাপারে সেখানকার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত