চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। এ সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগীতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।
নিহতের বোনের মেয়ে ও প্রত্যক্ষদর্শী সাজিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮ মাস আগে চোখের অপারেশন করিয়েছিলেন আমার খালা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আমি রাস্তার অন্যদিকেই ছিলাম। খালা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের কোনো অভিযোগ নাই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি বলেন, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সেলিমের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। সেলিম স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যান। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আব্দুল মজিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। এ সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগীতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।
নিহতের বোনের মেয়ে ও প্রত্যক্ষদর্শী সাজিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮ মাস আগে চোখের অপারেশন করিয়েছিলেন আমার খালা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আমি রাস্তার অন্যদিকেই ছিলাম। খালা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের কোনো অভিযোগ নাই।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি বলেন, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সেলিমের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। সেলিম স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যান। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে