Ajker Patrika

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

খুলনা প্রতিনিধি
পুলিশের অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
পুলিশের অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে প্রভাস মণ্ডল (৪৮) ও অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।

জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাস মণ্ডলের বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এরপর তাঁদের দুজনকে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমাদী পুলিশ ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।

এ বিষয়ে আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত