Ajker Patrika

সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে যুবক আটক

সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার জীবননগর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক যুবকের নাম—আরিফ জোয়ার্দ্দার (৩১)। তিনি জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের সোহরাব জোয়ার্দ্দার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে আজ (বুধবার) জীবননগরে গায়েবানা জানাজা আয়োজন করা হবে, এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে জীবননগর থানা এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। যোহরের নামাজের পর আরিফ জোয়ার্দ্দারকে মসজিদের সামনে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

আরিফ জোয়ার্দ্দারকে গ্রেপ্তার দেখানো হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখন বলতে পারব না।’

জীবননগরে পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কেউ গায়েবানা জানাজার আয়োজন করতে পারেনি বলে জানান ওসি এস এম জাবীদ হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত