খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর খাদ্য পরিদর্শক নাজমুল হাসানকে (তত্ত্বাবধায়ক পদে দায়িত্বরত) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পরে ওই ডিলারের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সিলগালা খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বানরগাতীর ডলফিন মোড়ে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ডিলারের নাম মুন্সী আইয়ুব আলী। তিনি মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স প্যারাডাইস অ্যান্ড কোম্পানি।
এ বিষয়ে খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রক তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ মানুষ ওএমএস আটা পাচ্ছেন না, এমন অভিযোগের ভিত্তিতে খাদ্য পরিদর্শক নাজমুল হাসান দুপুরে মুন্সী আইয়ুব আলীর প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে তাঁকে গ্রাহকদের আটা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মুন্সী আইয়ুব আলী আটা না দিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করেন।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। ইতিমধ্যে তাঁর প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগেও আইয়ুব আলীর বিরুদ্ধে খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলামের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখনো অভিযোগ পাওয়া যায়নি, মামলাও হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ডিলার মুন্সী আইয়ুব আলী বলেন, ‘খাদ্য পরিদর্শক নাজমুল হাসান আমার প্রতিষ্ঠানের সামনে এসে চিৎকার করছিলেন। তাঁকে ভালোভাবেই পাশে চেয়ারে বসতে বলা হয়েছিল। এখন এ বিষয়ে খাদ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা নিলে, আমার কিছু করার নাই।’
খুলনা মহানগর খাদ্য পরিদর্শক নাজমুল হাসানকে (তত্ত্বাবধায়ক পদে দায়িত্বরত) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পরে ওই ডিলারের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সিলগালা খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বানরগাতীর ডলফিন মোড়ে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ডিলারের নাম মুন্সী আইয়ুব আলী। তিনি মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স প্যারাডাইস অ্যান্ড কোম্পানি।
এ বিষয়ে খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রক তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ মানুষ ওএমএস আটা পাচ্ছেন না, এমন অভিযোগের ভিত্তিতে খাদ্য পরিদর্শক নাজমুল হাসান দুপুরে মুন্সী আইয়ুব আলীর প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে তাঁকে গ্রাহকদের আটা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মুন্সী আইয়ুব আলী আটা না দিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করেন।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। ইতিমধ্যে তাঁর প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগেও আইয়ুব আলীর বিরুদ্ধে খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলামের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখনো অভিযোগ পাওয়া যায়নি, মামলাও হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ডিলার মুন্সী আইয়ুব আলী বলেন, ‘খাদ্য পরিদর্শক নাজমুল হাসান আমার প্রতিষ্ঠানের সামনে এসে চিৎকার করছিলেন। তাঁকে ভালোভাবেই পাশে চেয়ারে বসতে বলা হয়েছিল। এখন এ বিষয়ে খাদ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা নিলে, আমার কিছু করার নাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।
১৮ মিনিট আগেবাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
২৩ মিনিট আগেচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।
২ ঘণ্টা আগে