Ajker Patrika

খুলনায় খাদ্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, ওএমএস ডিলারের প্রতিষ্ঠান সিলগালা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২২: ০৯
Thumbnail image

খুলনা মহানগর খাদ্য পরিদর্শক নাজমুল হাসানকে (তত্ত্বাবধায়ক পদে দায়িত্বরত) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ওএমএস ডিলার ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পরে ওই ডিলারের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সিলগালা খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বানরগাতীর ডলফিন মোড়ে এ ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত ডিলারের নাম মুন্সী আইয়ুব আলী। তিনি মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স প্যারাডাইস অ্যান্ড কোম্পানি। 

এ বিষয়ে খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রক তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ মানুষ ওএমএস আটা পাচ্ছেন না, এমন অভিযোগের ভিত্তিতে খাদ্য পরিদর্শক নাজমুল হাসান দুপুরে মুন্সী আইয়ুব আলীর প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে তাঁকে গ্রাহকদের আটা দেওয়ার অনুরোধ জানান। কিন্তু মুন্সী আইয়ুব আলী আটা না দিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারপিট করেন।’ 

তাজুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। ইতিমধ্যে তাঁর প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এর আগেও আইয়ুব আলীর বিরুদ্ধে খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলামের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এখনো অভিযোগ পাওয়া যায়নি, মামলাও হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 
 
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ডিলার মুন্সী আইয়ুব আলী বলেন, ‘খাদ্য পরিদর্শক নাজমুল হাসান আমার প্রতিষ্ঠানের সামনে এসে চিৎকার করছিলেন। তাঁকে ভালোভাবেই পাশে চেয়ারে বসতে বলা হয়েছিল। এখন এ বিষয়ে খাদ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা নিলে, আমার কিছু করার নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত