Ajker Patrika

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অখিল সরকার (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করে পুলিশ। 

অখিল সরকার কিত্তিনগর গ্রামের নিরাপদ সরকারের ছেলে। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় তিন ব্যক্তি মারা যাওয়ার ঘটনা ঘটল। 

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আমিরুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের কাতলাগাড়ী বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হারান বিশ্বাস নিহত হন। এ ছাড়া গুরুত্ব আহতাবস্থায় অখিল সরকারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত ব্যক্তিরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত