Ajker Patrika

মাগুরায় বিএনপির ৫০ নেতা–কর্মী কারাগারে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ০৬
মাগুরায় বিএনপির ৫০ নেতা–কর্মী কারাগারে

নাশকতার মামলায় মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আকরুজ্জামানসহ ৫০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আসামিরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সুমনা পাল তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর মহম্মদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে মহম্মদপুর থানায় ১০১ জনের নাম উল্লেখসহ ১ হাজার ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। 

এরপর ১ নভেম্বর উপজেলার ধোয়াইল আদর্শ নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানার সামনে রাত ১২টার দিকে বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীরা নাশকতার জন্য জড়ো হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। পরে ২ নভেম্বর এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ককটেল বিস্ফোরণ অভিযোগে স্থানীয় বিএনপির ১৯৯ জন নেতা কর্মীর নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত