সাতক্ষীরা প্রতিনিধি
দুই জেলার বাসমালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়েছে। এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক জেলা থেকে অন্য জেলায় যেতে যাত্রীদের বাস পরিবর্তন করে যেতে হচ্ছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে বাগআচড়া এলাকায় বেলতলা মোড়ে দুপারে থাকছে দুই জেলার বাস।
সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তাঁরা আর যশোরে বাস চালাচ্ছেন না।
আর যশোরের আন্তজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালীগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস।
বাসমালিক জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাসমালিকেরা আর যশোরে বাস চলতে দিচ্ছেন না। বুধবার থেকে যশোরের মালিকেরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছেন। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রানি হচ্ছেন তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উভয় জেলার বাসমালিকেরা। উভয় পক্ষই এখন এই সমস্যার সমাধান চাচ্ছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ সমস্যার সমাধানে তিনি যশোর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। কী করা যায়, তা নিয়ে দ্রুতই দুই জেলা প্রশাসনের মাধ্যমে দুই জেলার বাসমালিক সমিতিকে সমঝোতার আয়োজন করে জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
দুই জেলার বাসমালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়েছে। এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক জেলা থেকে অন্য জেলায় যেতে যাত্রীদের বাস পরিবর্তন করে যেতে হচ্ছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে বাগআচড়া এলাকায় বেলতলা মোড়ে দুপারে থাকছে দুই জেলার বাস।
সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তাঁরা আর যশোরে বাস চালাচ্ছেন না।
আর যশোরের আন্তজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালীগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস।
বাসমালিক জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাসমালিকেরা আর যশোরে বাস চলতে দিচ্ছেন না। বুধবার থেকে যশোরের মালিকেরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছেন। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রানি হচ্ছেন তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উভয় জেলার বাসমালিকেরা। উভয় পক্ষই এখন এই সমস্যার সমাধান চাচ্ছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ সমস্যার সমাধানে তিনি যশোর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। কী করা যায়, তা নিয়ে দ্রুতই দুই জেলা প্রশাসনের মাধ্যমে দুই জেলার বাসমালিক সমিতিকে সমঝোতার আয়োজন করে জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে গণ-অনশন ও প্রতীকী অনশন পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী অনশন করেন। কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে দুই চিকিৎসক ও এক বন কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে বিজিবির হেলিকপ্টারে তাঁদের ঢাকায় সম্মিলিত সামর
১১ মিনিট আগেনড়াইল সদরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে দক্ষিণপাড়ার আজিজার শেখ ও পশ্চিমপাড়ার মশিয়ার শেখের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগেএ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর ভবনটির পানির ট্যাংক থেকে তিনজনের লাশ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শ্রমিকেরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য পানির ট্যাংকে নামেন। এরপর আর বের হননি। ভবনটির একতলার কাজ শেষ।
১৮ মিনিট আগে