Ajker Patrika

সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৯
সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

দুই জেলার বাসমালিকদের রেষারেষিতে সাতক্ষীরা-যশোর সরাসরি বাস চলাচল বন্ধ হয়েছে। এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক জেলা থেকে অন্য জেলায় যেতে যাত্রীদের বাস পরিবর্তন করে যেতে হচ্ছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে বাগআচড়া এলাকায় বেলতলা মোড়ে দুপারে থাকছে দুই জেলার বাস। 

সাতক্ষীরার জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তাঁরা আর যশোরে বাস চালাচ্ছেন না। 

আর যশোরের আন্তজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালীগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস। 

বাসমালিক জিয়াউর রহমান জানান, ১৮ নভেম্বর থেকে সাতক্ষীরার বাসমালিকেরা আর যশোরে বাস চলতে দিচ্ছেন না। বুধবার থেকে যশোরের মালিকেরাও সাতক্ষীরায় বাস পাঠানো বন্ধ করেছেন। এ অবস্থায় যাত্রীরাও যেমন হয়রানি হচ্ছেন তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উভয় জেলার বাসমালিকেরা। উভয় পক্ষই এখন এই সমস্যার সমাধান চাচ্ছে। 

সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির জানান, সাতক্ষীরা-যশোর বাস চলাচল বন্ধ সমস্যার সমাধানে তিনি যশোর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন। কী করা যায়, তা নিয়ে দ্রুতই দুই জেলা প্রশাসনের মাধ্যমে দুই জেলার বাসমালিক সমিতিকে সমঝোতার আয়োজন করে জনদুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত