Ajker Patrika

কয়রায় ট্রিপল মার্ডার, বাবা-মা ও মেয়ের দাফন সম্পন্ন

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০: ২১
কয়রায় ট্রিপল মার্ডার, বাবা-মা ও মেয়ের দাফন সম্পন্ন

খুলনার কয়রার একই পরিবারের বাবা-মা ও মেয়ের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

জানা গেছে, গত সোমবার (২৫ অক্টোবর) উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে বাবা-মা ও মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, সোমবার দিবাগত রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ডটি ঘটেছে। 

নিহত ব্যক্তিরা হলেন রাজমিস্ত্রি হাবিবুল্লাহ গাজী (৩৫), তাঁর স্ত্রী বিউটি বেগম (৩২) ও মেয়ে হাবিবুন্নাহার টুনি (১৩)। হাবিবুল্লাহ ওই গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। টুনি স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে হাবিবুর রহমানের মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। 

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী সুলতানা (২৫), নাঈম (২২), জিয়া (৩৭) ও কিবরিয়াকে (৩০) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মামলার তদন্তকারী  কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আসাদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত