যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজসংলগ্ন হাজরাকাটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৪)।
আহত যুবকের নাম রাকিব মোড়ল (২৪)। তিনি ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। রাকিবকে রাতেই মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, ‘রাত ১১টার পরে মনিরামপুর সরকারি কলেজের অদূরে কালভার্টের কাছে দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর পর দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। বাইকটির সামনের অংশ ভাঙা। পাশেই দুজনের লাশ পড়ে ছিল। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
প্রণব বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না। এ জন্য কীভাবে দুর্ঘটনা হয়েছে তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছিলেন, একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেছে।’
ডুমুরিয়ার নরনিয়া এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বুধবার রাতে মাসুদ রানার মোটরসাইকেলে চড়ে তিনজন যশোর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার পরে মনিরামপুর এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।’
আব্দুস সালাম বলেন, ‘নিহত মাসুদ ও আহত রাকিবের বাড়ি আমার গ্রামে। মাসুদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর রাকিব স্থানীয় বাস টার্মিনালে গাড়ি ধোয়ার কাজ করেন। রাকিব মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, ‘রাতে রাকিব নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের একজনের বাড়ি ডুমুরিয়ায়। অন্যজনের বাড়ি কেশবপুরে। রাতেই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজসংলগ্ন হাজরাকাটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৪)।
আহত যুবকের নাম রাকিব মোড়ল (২৪)। তিনি ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। রাকিবকে রাতেই মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, ‘রাত ১১টার পরে মনিরামপুর সরকারি কলেজের অদূরে কালভার্টের কাছে দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর পর দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। বাইকটির সামনের অংশ ভাঙা। পাশেই দুজনের লাশ পড়ে ছিল। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
প্রণব বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না। এ জন্য কীভাবে দুর্ঘটনা হয়েছে তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছিলেন, একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেছে।’
ডুমুরিয়ার নরনিয়া এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বুধবার রাতে মাসুদ রানার মোটরসাইকেলে চড়ে তিনজন যশোর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার পরে মনিরামপুর এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।’
আব্দুস সালাম বলেন, ‘নিহত মাসুদ ও আহত রাকিবের বাড়ি আমার গ্রামে। মাসুদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর রাকিব স্থানীয় বাস টার্মিনালে গাড়ি ধোয়ার কাজ করেন। রাকিব মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, ‘রাতে রাকিব নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের একজনের বাড়ি ডুমুরিয়ায়। অন্যজনের বাড়ি কেশবপুরে। রাতেই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
‘আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। ঋণ পরিশোধের জন্য রূপসায় কৃষি ব্যাংকে ১০ লাখ টাকা লোনের জন্য আবেদন করি। কিন্তু ম্যানেজার লোন না দেওয়ায় ব্যাংকে চুরি করার সিদ্ধান্ত নিই।’ আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের শাখায় চুরি মামলার আসামি ইউনূস শেখ।
৯ মিনিট আগেপুলিশের চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জ জেলা পিকআপ ভ্যান মালিক-শ্রমিক সমিতির সদস্যরা। আজ সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নলকা ব্রিজ এলাকায় এই অবরোধ চলে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনে পেঁয়াজবাহী ৬১টি ট্রাক ভারত থেকে বাংলাদেশে এসেছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬১টি ট্রাকে ১ হাজার ৭৪০ টন পেঁয়াজ আমদানির খবর নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
৪০ মিনিট আগে১৮ বছরের আইনি লড়াইয়ের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
৪১ মিনিট আগে