Ajker Patrika

জীবননগরে শাক তুলতে মাঠে যাওয়া শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৮: ০৪
জীবননগরে শাক তুলতে মাঠে যাওয়া শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম বেগম (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া মাঠে এই হত্যার ঘটনা ঘটে। মরিয়ম গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদপাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে।

মরিয়মের মা জোবেদা বেগম বলেন, ‘আমি বাড়ি ছিলাম। ১১টার দিকে ছোট বোন আর পাশের বাড়ির তিনজনের সঙ্গে ময়িরম মাঠে শাক তুলতে গিয়েছিল। দুপুরে ওরা এসে বলে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মাঠে চলে আসি। মাঠে খুঁজতে খুঁজতে এসে দেখি ভুট্টার মধ্যে ময়িরমের লাশ পড়ে রয়েছে। গলা কাটা, গায়ে শুধু গেঞ্জি।’

মরিয়মের দাদি জাহানারা বেগম বলেন, ‘মেয়ে দুটি মসজিদে ছিল। মসজিদ থেকে এসে মাকে বলল ভাত দিতে। ভাত খেয়ে শাক তুলতে যাবে। একটু পর পাশের বাড়ির শফিকুলের মেয়ে এসে ময়িরমকে বলছিল তাড়াতাড়ি খেয়ে শাক তুলতে যাবে। আমি আবার বলছি, মদু কার সঙ্গে যাবি। বলল তারা কয়জনই যাবে। বলে তারা চলে যায়। দুপুরের দিকে তিনজন কানতে কানতে এসে বলছে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তার মুখে তিল ছিল। আমরা তখন ভাত রান্না ফেলে ভুট্টার মধ্যে গিয়ে দেখি ময়িরম চিৎ হয়ে পড়ে রয়েছে। গায়ে খালি গেঞ্জি ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন। তবে তাঁরা এ ঘটনায় কোনো বক্তব্য দেননি। ঘটনাস্থলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আসবে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত