Ajker Patrika

খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, চলছে কঠোর লকডাউন

প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২১, ১৭: ৪১
খুলনায় আরও ২৭ জনের মৃত্যু, চলছে কঠোর লকডাউন

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ২৭ জন। এ নিয়ে খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা। অপরদিকে, খুলনা জেলায় করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। চলবে ২৮ জুন পর্যন্ত।

মৃতদের মধ্যে রয়েছেন খুলনায় ৯, কুষ্টিয়ায় ৫, যশোরে ৪, বাগেরহাটে ৪, নড়াইলে ৩ ও মেহেরপুরে ২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনায় ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ এবং মৃত্যু হয়েছে ৯ জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৬৪। এর মধ্যে মারা গেছে ২২০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ১৬৩ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। সাতক্ষীরায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ২ জন এবং মারা গেছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।

যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৮ জন। মোট মারা গেছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৮৯ জন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। মোট মারা গেছে ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ জনের। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। মোট মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২৩ জন। ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২১ জন। মোট মারা গেছে ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন। কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৪০ জন। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১০৪ জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩২ জন। মোট মারা গেছে ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১০ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৯৮৮ জন।

অপরদিকে, খুলনা জেলায় করোনা প্রতিরোধের জন্য আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে ২৮ জুন পর্যন্ত। প্রথম দিন খুলনায় কঠোরভাবে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ ছিল ইজিবাইকসহ অন্যান্য যান চলাচল। নগরীসহ জেলায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছেন ১৫টি ভ্রাম্যমাণ আদালত। মাঠে পুলিশের উপস্থিতি ছিল সরব। একই সঙ্গে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৯৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত