Ajker Patrika

সুন্দরবনের সমুদ্রে জেলেবিহীন ইলিশবোঝাই ট্রলার 

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) 
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৮
সুন্দরবনের সমুদ্রে জেলেবিহীন ইলিশবোঝাই ট্রলার 

সুন্দরবনের আলোর কোল এলাকায় একটি মাছ ধরার ট্রলারকে সাগরে ভাসতে দেখা গেছে। গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ট্রলারটি সাগরে ভাসতে দেখা যায়। কিন্তু স্থানীয় জেলেরা দেখতে পান ট্রলারটিতে ইলিশ ও জাল বোঝাই থাকলেও কোনো জেলে নেই। 

দুবলার চর ফিশারম্যান চেয়ারম্যান কামাল উদ্দিনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছেন। তবে ট্রলারের মালিকের খোঁজ করা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্টগার্ড স্টেশনকে জানানো হয়েছে এবং ট্রলারটি উদ্ধারের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। 

পশ্চিম জোনের কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ জানান, মঙ্গলবার সকালের দিকে বিষয়টি জানতে পেরে ট্রলারটি উদ্ধারের জন্য কাজ শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত