Ajker Patrika

নড়াইলে বাসচাপায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২: ৩১
Thumbnail image

নড়াইলে বাসচাপায় আয়েশা সুলতানা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা এলাকার সরকারি রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়েশা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর শুনেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

নিহতের সঙ্গে থাকা স্বজন হুমায়তুর রহমান জানান, তিনি ও আয়েশা সুলতানা গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। আয়েশা মোটরসাইকেল চালাচ্ছিলেন। নড়াইল শহর থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে পৌঁছালে আয়েশা মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যান। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত