Ajker Patrika

অস্বাভাবিক হারে জোয়ারের পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২: ৫২
অস্বাভাবিক হারে জোয়ারের পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

খুলনার পাইকগাছায় অস্বাভাবিক হারে জোয়ারের পানিতে বোয়ালিয়ার জেলেপল্লিসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে। 

জেলেপল্লির অজিত বিশ্বাস বলেন, ‘আমরা শত বছর ধরে এখানে বসবাস করে আসছি। কপোতাক্ষ নদের ভাঙনে কয়েকবার সরে গিয়ে ঘর করা হয়েছে। কেহ কেহ অন্যতরে সরে বাড়িঘর তৈরি করেছে। বর্তমানে নদের ওপরে বিকল্প রিং বাঁধের মধ্যে প্রায় ৪০-৫০টি পরিবার বসবাস করছে। তবে ঝড়বৃষ্টি বা অতিরিক্ত পানি বাড়লে ছোট রিং বাঁধ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।’ 

অজিত বিশ্বাস আরও বলেন, গতকাল সোম ও আজ মঙ্গলবার নদে অতিরিক্ত পানি বেড়ে যায়। এতে বাঁধ ভেঙে লবণপানি ঠুকে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত এসব ক্ষতি থেকে বাঁচতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ চাই। 

গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম বলেন, হিতামপুর জেলেপল্লিতে ব্যাপক ভাঙন এলাকা রয়েছে। মূল ওয়াপদার বাইরে রিং বাঁধ ভেঙে যায়। ওই সময় বাঁধটি টিকিয়ে রাখতে লোকজন নিয়ে কাজ করেও তা ঠেকানো সম্ভব হয়নি। জোয়ারের পানিতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বিষয়ে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, বোয়ালা জেলেপল্লিতে ভাঙন রয়েছে। নদনদীতে অস্বাভাবিক হারে জোয়ারের পানি বাড়ায় জেলেপল্লির রিং বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। তাৎক্ষণিক এলাকাবাসীকে নিয়ে বাঁধটি পুনরায় বাঁধার চেষ্টা করা হলেও রক্ষা করা যায়নি। 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গেই প্রকল্প কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। দেখা যায়, ৫০ থেকে ৬০ ফুট জায়গা ভেঙে গেছে।’ 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আগামীকাল বুধবার থেকে বাঁধের কাজ শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত