কুষ্টিয়া প্রতিনিধি
চার বছরের শিশুর দুষ্টুমিতে অতিষ্ঠ বাবা-মা। তাই ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন মা। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বারান্দা পর্যন্ত। সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর আগুনে ঝলসে যায় বারান্দায় শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেন (৪)।
এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে। তার শরীরের প্রায় ২০-২৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি ষাঁড় গরু।
রুবেলের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই বাড়ির বাইরে গেলে পায়ে শিকল বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে বাড়িতে আগুন লেগেছে। এতে তাঁর শিশুর শরীরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে। রান্নাঘর, গোয়ালঘর ও ঘরের বারান্দা পুড়ে গেছে। আগুনে তাঁর গোয়ালে থাকা প্রায় লাখ টাকার গরুটি পুড়ে মারা গেছে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে দিনমজুর রুবেলের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ শিশুকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তরা লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করা হবে।’
চার বছরের শিশুর দুষ্টুমিতে অতিষ্ঠ বাবা-মা। তাই ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন মা। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বারান্দা পর্যন্ত। সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর আগুনে ঝলসে যায় বারান্দায় শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেন (৪)।
এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে। তার শরীরের প্রায় ২০-২৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে মারা যায় একটি ষাঁড় গরু।
রুবেলের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই বাড়ির বাইরে গেলে পায়ে শিকল বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে বাড়িতে আগুন লেগেছে। এতে তাঁর শিশুর শরীরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে। রান্নাঘর, গোয়ালঘর ও ঘরের বারান্দা পুড়ে গেছে। আগুনে তাঁর গোয়ালে থাকা প্রায় লাখ টাকার গরুটি পুড়ে মারা গেছে।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে দিনমজুর রুবেলের ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ শিশুকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্তরা লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করা হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে