বাগেরহাট প্রতিনিধি
আর্থিক উন্নতি ও ভালো আয়ের আশায় অনেকেই বিদেশ যেতে চান, কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। ফলে বিদেশে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ স্থানীয় দালাল ও এজেন্সির কাছে ধরনা দিয়ে থাকেন। এতে অনেকেই দালালের মাধ্যমে প্রতারিত হন, জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল না ধরে দক্ষ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিদেশে যাওয়ার জন্য হাতের কাজ, ইংরেজি ও সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ওই সব দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে যাঁরা যেতে চান, তাঁরা সবাই ওই সব প্রতিষ্ঠান থেকে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফিক আমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফয়সাল উদ্দিন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লা খান প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রায় ৩৫০ যুবক ও তরুণ বিদেশ গমনের জন্য বোয়েসেলে নিববন্ধন করেছেন। ভবিষ্যতে আবারও এমন জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করার দাবি জানিয়েছেন তাঁরা।
আর্থিক উন্নতি ও ভালো আয়ের আশায় অনেকেই বিদেশ যেতে চান, কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। ফলে বিদেশে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ স্থানীয় দালাল ও এজেন্সির কাছে ধরনা দিয়ে থাকেন। এতে অনেকেই দালালের মাধ্যমে প্রতারিত হন, জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল না ধরে দক্ষ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিদেশে যাওয়ার জন্য হাতের কাজ, ইংরেজি ও সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ওই সব দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে যাঁরা যেতে চান, তাঁরা সবাই ওই সব প্রতিষ্ঠান থেকে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফিক আমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফয়সাল উদ্দিন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লা খান প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রায় ৩৫০ যুবক ও তরুণ বিদেশ গমনের জন্য বোয়েসেলে নিববন্ধন করেছেন। ভবিষ্যতে আবারও এমন জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করার দাবি জানিয়েছেন তাঁরা।
খুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক ও দুটি কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন সফিউল্লাহ (৪২) ও ওসিকার খান (৩৮)। তাঁরা রূপসার বাসিন্দা। তাঁদের মধ্যে ওসিকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
১২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে আওয়ামীপন্থীদের অপসারণ এবং সৎ ও মেধাবীদের নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে।
১৪ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তাঁর স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
১৮ মিনিট আগে১৩৩ কোটি টাকা মানিলন্ডানিংসহ বিভিন্ন অপরাধে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এসব অপকর্মের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুল আলম জেনিথসহ আরও পাঁচ-সাতজন জড়িত বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ মিনিট আগে