বাগেরহাট প্রতিনিধি
আর্থিক উন্নতি ও ভালো আয়ের আশায় অনেকেই বিদেশ যেতে চান, কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। ফলে বিদেশে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ স্থানীয় দালাল ও এজেন্সির কাছে ধরনা দিয়ে থাকেন। এতে অনেকেই দালালের মাধ্যমে প্রতারিত হন, জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল না ধরে দক্ষ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিদেশে যাওয়ার জন্য হাতের কাজ, ইংরেজি ও সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ওই সব দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে যাঁরা যেতে চান, তাঁরা সবাই ওই সব প্রতিষ্ঠান থেকে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফিক আমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফয়সাল উদ্দিন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লা খান প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রায় ৩৫০ যুবক ও তরুণ বিদেশ গমনের জন্য বোয়েসেলে নিববন্ধন করেছেন। ভবিষ্যতে আবারও এমন জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করার দাবি জানিয়েছেন তাঁরা।
আর্থিক উন্নতি ও ভালো আয়ের আশায় অনেকেই বিদেশ যেতে চান, কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। ফলে বিদেশে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ স্থানীয় দালাল ও এজেন্সির কাছে ধরনা দিয়ে থাকেন। এতে অনেকেই দালালের মাধ্যমে প্রতারিত হন, জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল না ধরে দক্ষ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বিদেশে যাওয়ার জন্য হাতের কাজ, ইংরেজি ও সংশ্লিষ্ট দেশের ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। ওই সব দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, যুব উন্নয়ন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে যাঁরা যেতে চান, তাঁরা সবাই ওই সব প্রতিষ্ঠান থেকে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফিক আমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফয়সাল উদ্দিন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ মো. জিয়াউল হক, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লা খান প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রায় ৩৫০ যুবক ও তরুণ বিদেশ গমনের জন্য বোয়েসেলে নিববন্ধন করেছেন। ভবিষ্যতে আবারও এমন জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করার দাবি জানিয়েছেন তাঁরা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৯ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৬ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে